ঢাকা : দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অচিরেই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে ব্লগার অ্যান্ড অনলাইন নেটওয়ার্ক-এর আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে তরুণ প্রজন্মের পাঁচ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার পর এ মন্তব্য করেন তিনি। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলন সম্পর্কে অপপ্রচার চালানো জন্য মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ অন্যান্য দাবি জানিয়ে এ স্মারকলিপি দেওয়া হয়।
মহিউদ্দীন খান আলমগীর তরুণ প্রজন্মের প্রতিনিধিদের বলেন, “১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ১৯৮৪ সালের রাজনৈতিক দলের নিবন্ধন আইন এবং ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তার (মাহমুদুর রহমান) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।” স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “তিনি যেখান থেকে এ অপতৎপরতা চালাচ্ছেন, সেখান থেকে তার সহযোগীসহ মাহমুদুর রহমানের বিরুদ্ধে এখনি পদক্ষেপ নেওয়া হবে।” শাহবাগের গণজাগরণ মঞ্চের দাবিকে ‘যৌক্তিক’ উল্লেখ করে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে শিগগিরই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধর্মীয় উস্কানি দিয়ে উন্মাদনা সৃষ্টির অভিযোগে মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা মঙ্গলবার স্মারকলিপি দেয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এই আশ্বাস দেন।