ঢাকা : গণজাগরণ চত্বর থেকে: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারীদের দাবির সঙ্গে সংহতি জানাতে শাহবাগে এসেছেন বিপিএল’র টিম দুরন্ত রাজশাহী। রোববার বেলা ১১টার দিকে খেলোয়াড়দের নিয়ে গণজাগরণ মঞ্চে ওঠেন দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান মুশফিকুর রহমান। ক্রিকেটাররা আসার সঙ্গে সঙ্গে গণজাগরণে আসা সাধারণ মানুষ করতালির মাধ্যমে বরণ করে নেন। প্রসঙ্গত, শুক্রবারের মহাসমাবেশে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান এ গণআন্দোলনে সংহতি জানিয়ে গণজাগরণ চত্বরে আসার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।
সংহতি জানাতে গিয়ে দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান মুশফিকুর রহমান বলেন, “সৌভাগ্য যে আজ বিপিএলে কোনো পাকিস্তানি ক্রিকেটার নেই। ভবিষ্যতেও পাকিস্তানের খেলোয়াড়দের বর্জন করবো। হতাশ হয়ে ফিরে যাবেন না। আমরা আছি, সঙ্গেই থাকবো।” তিনি বলেন, “আন্দোলনকারীদের সঙ্গে সর্বাত্মক সংহতি প্রকাশ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। ভুলে গেলে চলবে না, এটি জনমানুষের দাবি। এ দাবিতে কেউ চুপ করে থাকতে পারে না। যতোক্ষণ পর্যন্ত কাদের মোল্লাদের ফাঁসি কার্যকর না হবে এ আন্দোলন চলবে। এদেশ আমাদের দেশ, বাঙালিদের দেশ, পাকিস্তানিদের দেশ নয়।” গত মঙ্গলবার যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরপরই এ রায়ের বিরুদ্ধে ঝড় ওঠে। ওই দিন বিকেল থেকে শাহবাগ চত্বরে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই গণজাগরণে রূপ নিয়েছে। ৬ষ্ঠ দিন রোববারও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অব্যাহতভাবে চলে আসছে সে গণআন্দোলন, গণজাগরণ।