শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৩

মহাসমাবেশ শেষে বাঙালি আরেকটি যুদ্ধ করছে

ঢাকা : ৮ই ফেব্রুয়ারী :  মহাসমাবেশ শেষ। কিন্তু প্রতিবাদী সমাবেশ শেষ হয়নি। এ সমাবেশ শেষ হবে সেদিন, যেদিন যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় হবে। এটাই শাহবাগের ‘গণজাগরণ’-এর ডাক।  শুক্রবার বিকেল ৩টায় শুরু হওয়া মহাসমাবেশ সন্ধ্যায় শেষ হলেও প্রতিবাদী এ সমাবেশ চলছে এবং চলবে বলে জানা গেছে। তারুণ্যে প্রকম্পিত এখনও শাহবাগের গণজাগরণ চত্বর। কারো হাতে প্ল্যাকার্ড, কারো হাতে ব্যানার। কণ্ঠে উদ্দীপনার স্লোগান। কখনো প্রতিবাদী সঙ্গীতের সুর, কখনো কবিতার শাণিত পঙ্ক্তিমালা।
কখনও-বা আবেগদ্দীপ্ত ভাষণ।  চত্বরের সুর ও স্লোগানে উঠে আসছে সবার- একটাই দাবি, কাদের মোল্লার ফাঁসি।  ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক প্রথমে সামাজিক সাইটেই যুদ্ধাপরাধী কাদের মোল্লার গুরু পাপে লঘু দণ্ডের প্রতিবাদ জানান। পরে তারা সমবেত হন শাহবাগ চত্বরে।   শুক্রবারের মহাসমাবেশে নানা শ্রেণি-পেশার মানুষ দলে দলে ছুটে এসেছেন, সংহতি প্রকাশ করছেন। উজ্জীবিত করেন তরুণদের; ঘৃণ্য ঘাতক, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির আদেশের দাবিতে দৃঢ় শপথে রাজপথে অবস্থানের প্রেরণা দেন তারা।  প্রতিবাদী মঞ্চের বাইরে জাতীয় জাদুঘরের সামনে, পাবলিক লাইব্রেরি, চারুকলা গেট ও ভেতরে বকুলতলাসহ প্রায় শতাধিক গ্রুপে বিভক্ত হয়ে গান, আবৃত্তি, স্লোগান এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ফাঁসির দাবিতে মুখর পুরো অঙ্গণ।  স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাতের শাহবাগ। এসব স্লোগান যেন ছড়িয়ে পড়ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। স্বাধীনতাপ্রিয় মানুষ যারাই শাহবাগে যাচ্ছেন, তাদের সবাইকে মিছিল আর স্লোগানে উজ্জীবিত না হওয়ার কোনো সুযোগ নেই।