রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩

খালেদার নিবন্ধে নিন্দা-উদ্বেগ ব্যবসায়ীদের

ঢাকা : ৪ঠা ফেব্রুয়ারী : নিউজডেস্ক : ওয়াশিংটন টাইমসে প্রকাশিত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিবন্ধের তীব্র নিন্দা জানিয়েছে এফবিসিসিআইসহ ব্যবসায়ী ও শিল্পপতিদের কয়েকটি সংগঠন। একইসঙ্গে ওই নিবন্ধে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা বাতিল এবং দেশের ওপর অবরোধ আরোপের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনগুলো।  রোববার সন্ধ্যায় এফবিসিসিআয়ের এক বিবৃতিতে বলা হয়, “গত ৩০ জানুয়ারি, ২০১৩ তারিখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমস-এ প্রকাশিত বাংলাদেশের বিরোধীদলীয় নেত্রীর নিবন্ধটির প্রতি দেশের ব্যবসায়ী সমাজের দৃষ্টি আকর্ষিত হয়েছে।  নিবন্ধে তিনি বাংলাদেশকে প্রদত্ত যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধাসহ অন্যান্য সুবিধাদি প্রত্যাহারের জন্য এবং বাংলাদেশের উপর অবরোধ (স্যান্কসন)) এর আহ্বান জানিয়েছেন - যার প্রতি ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।”


বিরোধীদলীয় নেতার এই আহ্বানকে ‘অর্থনীতি ও ব্যবসায়ীদের স্বার্থের পরিপন্থী’ আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জিএসপি সুবিধা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় থেকে উদ্যোগ নেয়ার পর তা অব্যাহত রাখার জন্য যখন সরকার ও বেসরকারি খাত একযোগে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে, তখন বিরোধীদলীয় নেতার এই ধরনের আত্মঘাতী আহ্বান কোনোভাবেই কাম্য নয়। জিএসপি সুবিধা বাতিল হলে এ সুবিধার আওতায় পোশাক খাতসহ সম্ভাবনাময় অন্যান্য শিল্পখাত সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বলে বিবৃতিতে বলা হয়।এর ফলে দেশের আর্থিক উন্নয়ন ব্যাহত হবে। এতে বলা হয়, “দেশের যে কোনো রাজনৈতিক মতানৈক্য আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।” তা না করে দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো বিবৃতি পরিহার করতে দেশের সব রাজনৈতিক পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।৤ বিবৃতিতে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ছাড়াও স্বাক্ষর করেন ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান, বাংলাদেশ চেম্বারের সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাচারাস অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক আরশাদ জামাল দীপু, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নান মিয়া।

এছাড়া বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী শাহনেওয়াজ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সভাপতি শাহজালাল মজুমদার, ময়মনসিংহ চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই পরিচালক আমিনুল হক শামীম, মানিকগঞ্জ চেম্বারের সভাপতি এফবিসিসিআই পরিচালক তাবারাকুল তোসাদ্দেক হোসেন টিটু, ফেনী চেম্বারের নেতা ও এফবিসিসিআই পরিচালক এ কে এম শাহেদ রেজা, বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ হাতেমও বিবৃতিতে স্বাক্ষর করেছেন।