ঢাকা: ৬ই ফেব্রুয়ারী : নিউজডেস্ক : জামায়াত-শিবিরের সাম্প্রতিক ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ধৈর্য্যের সীমা পেরিয়ে গেলে ফল ভালো হবে না। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জামায়াতের উদ্দেশে টুকু বলেন, “ধৈর্যের বাঁধ ভাঙাবেন না।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধৈর্য্যের সীমা পেরিয়ে গেলে ফল ভাল হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবে নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি বলেন, “সব কিছুর শেষ আছে। গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাতের চেষ্টা করা হলে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না।” অতিরিক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের নামানো হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অতিরিক্ত টহলের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।” জামায়াত-শিবিরের কর্মকাণ্ডে পুলিশের মনোবল ভেঙে যাওয়ায় বিজিবি নামানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিজিবি নামানোর মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঐক্যবন্ধভাবে কাজ করছে।” আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনিত হলে সেনাবাহিনী নামানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই যথেষ্ট। দেশের মানুষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছে।” বাচ্চু রাজাকার ও কাদের মোল্লার রায় হওয়ার পর জামায়াত-শিবির দেশকে অচল ও গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। এ অবস্থায় জনগণের যানমালের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। শামসুল হক টুকু বলেন, “সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চড়াও হচ্ছে।” তবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অস্ত্র ব্যবহারে অধিকতর সতর্কতা অবলম্বন করতে হয় বলে মন্তব্য করেন তিনি।