প্রজন্ম চত্বর থেকে : শাহবাগের প্রজন্ম চত্বরে শুক্রবার সমাবেশ ডেকেছেন গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। তারা বলছেন, চলমান আন্দোলনের অংশ হিসেবেই তারা এ সমাবেশ করবেন। এছাড়া শনিবার সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি ঘোষণা করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার। বৃহস্পতিবার দুই দিনের কর্মসূচি ঘোষণা করে শুক্রবার বিকাল ৩টায় শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশে সব শ্রেণি-পেশার মানুষকে অংশ নেয়ার আহ্বান জানান ইমরান ।
বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৩
ইতিহাসের নৃশংসতম গণহত্যা চলছে: ফখরুল
ঢাকা: দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরপরই বর্তমান সরকারের পুলিশ-র্যাব ও আওয়ামী সন্ত্রাসী বাহিনী বহু সাধারণ মানুষ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা করে সারাদেশে নারকীয় তাণ্ডব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, সরকার পুলিশ, র্যাব ও নিজেদের পোষা যুবলীগ-ছাত্রলীগ ক্যাডারদের লেলিয়ে দিয়ে সাধারণ মানুষ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা করছে।
দেশজুড়ে শিবিরের তাণ্ডব: ৩ পুলিশসহ নিহত ৪৩
ডেস্ক রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর পরই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ মোট ৪৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে রংপুরের মিঠাপুকুরে ৬, নাটোরে ১, নোয়াখালীতে ৫, দিনাজপুর ২, ঢাকায় ২, মোলভীবাজার ৩, চট্টগ্রামের সাতকানিয়ায় ২, কক্সবাজারে ২, সাতক্ষীরায় ৫, গাইবান্ধা ৬, সিরাজগঞ্জে ২, ঠাকুরগাঁও ৫ ও চাঁপাইনবাবগঞ্জে ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে।এছাড়া গুরুতর আহত হয়েছে পুলিশসহ ৫ শতাধিক। এদের শতাধিক গুলিবিদ্ধ রয়েছে।
উৎসবমুখর বিকেল শাহবাগে
গণজাগরণ চত্বর থেকে: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ে শাহবাগের গণজাগরণ চত্বরে চলছে আনন্দ-উচ্ছ্বাস। উৎসবমূখর পরিবেশে গণজাগরণ চত্বরের গণআন্দোলনে যোগ দিচ্ছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে ৮টিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফাঁসির রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণার খবর শোনার পরপরই মিষ্টি বিতরণ করা হয় গণজাগরণ চত্বরে। অনেকে মিষ্টি নিয়ে এসে আন্দোলনকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
পরিত্যক্ত গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়েছে
ঢাকা: রূপসী বাংলা হোটেলের সামনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে একটি বিষ্ফোরণের শব্দে সেটি নিষ্ক্রিয় করা হয়। রাজধানীর শাহবাগের গণজাগরণ চত্বরের কাছে হোটেল রূপসীবাংলার সামনে ঘোড়ারগাড়ির ভাস্কর্যের উল্টোদিকে গ্রেনেডটি পড়ে থাকতে দেখে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়।
সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বৃহস্পতিবার সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে ৮টিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে ৮ ও ১০নং অভিযোগে সাঈদীর মৃত্যুদণ্ড হয়েছে। এছাড়া ৬, ৭, ১১, ১৪, ১৬ ও ১৯নং অভিযোগ প্রমাণিত হলেও এতে কোনো সাজার কথা ঘোষণা করেননি ট্রাইব্যুনাল।
বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩
সাঈদীর রায় বৃহস্পতিবার : সারাদেশে জামায়াতের হরতালের ডাক
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় বৃহস্পতিবার দেওয়া হবে। বুধবার এ ঘোষণা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বেলা ১২টা ২৭ মিনিটে চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এজলাসে বসে রায়ের দিন ধার্য করেন। গত ২৯ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ হওয়ার মধ্য দিয়ে এ মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়। ওই দিন যে কোনো দিন সাঈদীর মামলার রায় দেওয়ার তারিখের আদেশের জন্য অপেক্ষমাণ (সিএভি) বলে রেখে দেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৩
জামায়াতের তিন নেতাকে হাজির হতে ‘শেষ’ সময়
ঢাকা : বিচারাধীন বিষয়ে বক্তব্যের ব্যাখ্যা নিয়ে হাজির হতে জামায়াতে ইসলামীর তিন নেতাকে শেষবারের মতো সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শাহবাগের দাবিকে ‘যৌক্তিক’ উল্লেখ করে অচিরেই ব্যবস্থা গ্রহনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢাকা : দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে অচিরেই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে ব্লগার অ্যান্ড অনলাইন নেটওয়ার্ক-এর আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে তরুণ প্রজন্মের পাঁচ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার পর এ মন্তব্য করেন তিনি। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলন সম্পর্কে অপপ্রচার চালানো জন্য মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ অন্যান্য দাবি জানিয়ে এ স্মারকলিপি দেওয়া হয়।
রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৩
শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৩
সারাদেশে জামায়াত-শিবিরের তাণ্ডব, নিহত ১
ঢাকা: রাজধানীসহ সারা দেশে সহিংসতা ছড়িয়েছে জামায়াত-শিবিরের নেতৃত্বে ইসলামী দলগুলো। সারাদেশের বিভিন্ন বিভাগীয় নগর ও জেলা শহরে জামায়াত-শিবিরের হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলি, বোমাবাজি, টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঝিনাইদহে নিহত হয়েছে এক জন। ঢাকা ও চট্টগ্রাম ও ঝিনাইদহে ১৫ সাংবাদিক আহত হয়েছেন। সিলেট, রাজশাহী ও বগুড়ায় গণজাগরণ মঞ্চ ভাংচুর করেছে জামায়াত-শিবির কর্মীরা।
সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৩
হরতালে নিহত ৩
ঢাকা: জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে সোমবার রাজধানীসহ সারা দেশে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর বাড্ডায় মোহাম্মদ ইকবাল (৩৫) নামে অজ্ঞাতপরিচয় এক বাসযাত্রী নিহত হয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রামে নিহত হয়েছেন মো. ইব্রাহীম (২৫) নামে এক যুবক। আর কক্সবাজারে জামায়াত-শিবির ক্যাডাররা এক রোগীবাহী মাইক্রোবাসে হামলা চালালে আব্দুর রহমান (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। সকাল ৯টার দিকে বাড্ডা লিংক রোড লায়ন হাসপাতালের সামনে শিবির কর্মীরা মিছিল বের করে। এসময় মিছিলকারীরা বন্ধু পরিবহনের একটি গাড়িতে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে।
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩
আলোর মিছিলে প্রতিবাদে শাহাবাগ সহ সাড়া দেশ
শাহবাগ থেকে : এদেশ ও মানুষের হাজার বছরের সংগ্রামের ইতিহাসের নবদিগন্ত ঐতিহাসিক শাহবাগ গণজাগরণ। স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদর-আলশামসদের ফাঁসির জন্য বাংলার কোটি মানুষের সুদীর্ঘ আকাঙ্খার প্রতিচ্ছবি শাহবাগ বাংলাদেশের স্বাধীনতার পর বিগত বিয়াল্লিশ বছরে স্বাধীনতা বিরোধী ঘৃণিত এ মানুষগুলো শেকড় অনেক দুর পর্যন্ত গেড়েছে সেই শেকড়ের আমূল উৎপাটনের লক্ষ্য যেন শাহাবাগ শাহাবাগের বৃহস্পতিবার সন্ধ্যাটি ছিল অন্যরকম। লক্ষ লক্ষ প্রাণ মোমের আলোতে যেন খুজে ফিরল নতুন পথের দিশা ঘরে-বাইরে, রাজপথে, মাঠে, প্রান্তরে, গণজাগরণ মঞ্চে সব মানুষের হাতে জ্বলন্ত মোমবাতি।
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৩
মাঘের শেষ সন্ধ্যায় ফাগুনের উত্তাপ
গণজাগরণ চত্বর থেকে: তরুণ প্রজন্মের আহ্বানে সাড়া দিয়ে দেশজুড়ে নীরবতা পালনের পর মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগে ঢল নেমেছে মানুষের। এর আগে বিকাল চারটা থেকে তিন মিনিট সারাদেশের মানুষ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। ব্যতিক্রমী এই কর্মসূচি পালনের জন্য নগরীর বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন সাধারণ মানুষ। কর্মব্যস্ত মানুষও অফিস শেষে ছুটে আসেন শাহবাগে।
নীরবতার তিন মিনিট দেখলো দেশ, দেখলো বিশ্ব
গণজারণ চত্ত্বর: এ এক প্রতিবাদী নিরবতা। নিরবতা যে কত বড় শক্তি তা দেখলো বাংলাদেশ, দেখলো বিশ্ব। মঙ্গলবার বিকেল ৪টা থেকে তিন মিনিটের জন্য স্তদ্ধ হয়ে গেল শাহবাগ ও এর আশপাশের এলাকা। গোটা দেশেই নেমে এসেছিলো এই নিস্তব্ধতা। শাহবাগের মঞ্চে নিরবতায় ছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, সংস্কৃতি ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ।
রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩
গণআন্দোলনে সাংবাদিকরা
গণজাগরণ চত্বর থেকে: সাংবাদিকরাও শাহবাগের গণআন্দোলনে কণ্ঠ মেলালেন। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই। তরুণদের আন্দোলনে সাংবাদিকদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে। সাংবাদিকরা স্বাধীনতা যুদ্ধে কেউ কলম হাতে আবার অনেকে অস্ত্র হাতে রুখে দাঁড়িয়েছিলেন। অকাতরে নিজের জীবন দিয়েছিলেন তারা।
স্পিকারকে স্মারকলিপি দিলেন ব্লগাররা
ঢাকা: কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তিসহ ছয়টি দাবি নিয়ে আন্দোলনকারী জনতার পক্ষে স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার বিকেলে আন্দোলনকারী পাঁচজন ব্লগার এ স্মারকলিপি দেন। ব্লগার দলে ছিলেন শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক ডা. ইমরান এইচ সরকার। স্মারকলিপিতে উল্লিখিত ছয়টি দাবির মধ্যে রয়েছে, কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড দেওয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা, জামায়াত-শিবিরসহ ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা।
ট্রাইব্যুনাল আইন সংশোধন প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ সংশোধনের প্রস্তাব আগামী মন্ত্রিসভা বৈঠকে তোলা হবে। উভয় পক্ষের সমান সুযোগ নিশ্চিত করে সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রেখে প্রস্তাব পাঠানো হবে মন্ত্রিসভায়। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ রোববার আইন মন্ত্রণালয়ে এ কথা জানান। তিনি আরো জানান, মন্ত্রিসভা অনুমোদন দিলে এক সপ্তাহের মধ্যে জাতীয় সংসদে সংশোধন প্রস্তাবটি উত্থাপন করা হবে। এছাড়া প্রস্তাবিত খসড়ায় সংক্ষুব্ধ বা ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরও আপিলের বিধান রাখা হবে। উল্লেখ্য, সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বসবে।
সংহতি জানাতে মঞ্চে দীপু মনি
ঢাকা: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরে সংহতি প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তবে তিনি কোনো বক্তব্য রাখেননি। রোববার দুপুর পৌনে ১টায় মঞ্চে এসে উপস্থিত হন তিনি। এসময় তিনি হাত নেড়ে আন্দোলনকরীদের অভিবাদন জানান দীপু মনি। এর পর ১টা ৫৫ মিনিটের দিকে গণজাগরণ চত্বর ত্যাগ করেন তিনি। রোববার টানা ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন চলছে শাহবাগে।
‘ভবিষ্যতে পাকিস্তানি খেলোয়াড়দের বর্জন করবো’: দুরন্ত রাজশাহী
ঢাকা : গণজাগরণ চত্বর থেকে: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারীদের দাবির সঙ্গে সংহতি জানাতে শাহবাগে এসেছেন বিপিএল’র টিম দুরন্ত রাজশাহী। রোববার বেলা ১১টার দিকে খেলোয়াড়দের নিয়ে গণজাগরণ মঞ্চে ওঠেন দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান মুশফিকুর রহমান। ক্রিকেটাররা আসার সঙ্গে সঙ্গে গণজাগরণে আসা সাধারণ মানুষ করতালির মাধ্যমে বরণ করে নেন। প্রসঙ্গত, শুক্রবারের মহাসমাবেশে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান এ গণআন্দোলনে সংহতি জানিয়ে গণজাগরণ চত্বরে আসার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।
শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৩
মহাসমাবেশ শেষে বাঙালি আরেকটি যুদ্ধ করছে
ঢাকা : ৮ই ফেব্রুয়ারী : মহাসমাবেশ শেষ। কিন্তু প্রতিবাদী সমাবেশ শেষ হয়নি। এ সমাবেশ শেষ হবে সেদিন, যেদিন যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় হবে। এটাই শাহবাগের ‘গণজাগরণ’-এর ডাক। শুক্রবার বিকেল ৩টায় শুরু হওয়া মহাসমাবেশ সন্ধ্যায় শেষ হলেও প্রতিবাদী এ সমাবেশ চলছে এবং চলবে বলে জানা গেছে। তারুণ্যে প্রকম্পিত এখনও শাহবাগের গণজাগরণ চত্বর। কারো হাতে প্ল্যাকার্ড, কারো হাতে ব্যানার। কণ্ঠে উদ্দীপনার স্লোগান। কখনো প্রতিবাদী সঙ্গীতের সুর, কখনো কবিতার শাণিত পঙ্ক্তিমালা।
বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৩
ধৈর্য্যের বাঁধ ভাঙাবেন না: জামায়াতকে টুকু
ঢাকা: ৬ই ফেব্রুয়ারী : নিউজডেস্ক : জামায়াত-শিবিরের সাম্প্রতিক ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ধৈর্য্যের সীমা পেরিয়ে গেলে ফল ভালো হবে না। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জামায়াতের উদ্দেশে টুকু বলেন, “ধৈর্যের বাঁধ ভাঙাবেন না।
মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৩
ফাঁসির দাবিতে মুখরিত শাহবাগ : কাদের মোল্লার প্রতীকী ফাঁসি
শাহবাগ, ঢাকা : নিউজডেস্ক : মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া ট্রাইব্যুনালের নমনীয় রায়ে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছেন শত শত প্রতিবাদী মানুষ। রায় প্রত্যাখ্যান করে যুদ্ধাপরাধীদের ফাঁসির শাস্তির দাবি করছেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় ‘ফাঁসি চাই’ স্লোগান শেষে একটি মশাল মিছিলও বের করা হয়। ব্লগার এক্টিভিস্ট ফোরাম, নাগরিক ঐক্যসহ বেশ কিছু সংগঠনের ব্যানারে মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছে শাহবাগ মোড়ের এখানে সেখানে। টিএসসির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও অংশ নিয়েছে এ কর্মসূচিতে।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ঢাকা: নিউজডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকিদাতা হিসেবে অভিযুক্ত বুয়েটের যন্ত্রপ্রকৌশল বিভাগের শিক্ষক হাফিজুর রহমান রানার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। এ মামলায় রানা জামিনে ছিলেন। মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ বিচারক মো. জহুরুল হক বুয়েটের এ প্রভাষকের রানার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার দুই সাক্ষী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইন্তাজ আলী ও বুয়েটের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিককে আদালতে সাক্ষ্য দেন।
সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৩
মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল, বিরুদ্ধে রায় হলে বুধবার থেকে লাগাতার
ঢাকা: ৪ঠা ফেব্রুয়ারী : নিউজডেস্ক : মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াত। সোমবার বিকেলে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মঙ্গলবার কাদের মোল্লার বিরুদ্ধে রায় দিলে মঙ্গলবারের হরতাল লাগাতার হরতালে গড়াবে বলেও জানানো হয় বিবৃতিতে।
রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩
খালেদার নিবন্ধে নিন্দা-উদ্বেগ ব্যবসায়ীদের
ঢাকা : ৪ঠা ফেব্রুয়ারী : নিউজডেস্ক : ওয়াশিংটন টাইমসে প্রকাশিত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিবন্ধের তীব্র নিন্দা জানিয়েছে এফবিসিসিআইসহ ব্যবসায়ী ও শিল্পপতিদের কয়েকটি সংগঠন। একইসঙ্গে ওই নিবন্ধে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা বাতিল এবং দেশের ওপর অবরোধ আরোপের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনগুলো। রোববার সন্ধ্যায় এফবিসিসিআয়ের এক বিবৃতিতে বলা হয়, “গত ৩০ জানুয়ারি, ২০১৩ তারিখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমস-এ প্রকাশিত বাংলাদেশের বিরোধীদলীয় নেত্রীর নিবন্ধটির প্রতি দেশের ব্যবসায়ী সমাজের দৃষ্টি আকর্ষিত হয়েছে। নিবন্ধে তিনি বাংলাদেশকে প্রদত্ত যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধাসহ অন্যান্য সুবিধাদি প্রত্যাহারের জন্য এবং বাংলাদেশের উপর অবরোধ (স্যান্কসন)) এর আহ্বান জানিয়েছেন - যার প্রতি ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।”
তদন্তে ছাড় হবে না: দুদক চেয়ারম্যান
ঢাকা: নিউজডেস্ক : পদ্মাসেতু প্রকল্পের পরামর্শক যাচাইতে দুর্নীতির অভিযোগের তদন্তে কোনো ধরনের ‘শৈথিল্য’ বা ছাড় দেওয়া হবে না বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। রোববার এক অনানুষ্ঠানিক প্রেস ব্রিফ্রিংয়ে দুদকের প্রধান কার্যালয়ে তিনি একথা বলেন তিনি বলেন, ‘‘যারা দুর্নীতির ষড়যন্ত্র করেছেন, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা দুদকের আইনি দায়িত্ব।’’ পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নে সরকার বিশ্বব্যাংক থেকে অর্থ না নিলে দুদক-এর মামলা চলবে কিনা এমন প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, ‘‘এ বিষয়ে অভিযোগ ওঠার পর দুদক স্বপ্রণোদিত হয়ে অনুসন্ধান শুরু করে।”
পদ্মাসেতু দুর্নীতি : রফিকুল ও তপনের সাক্ষ্য নিচ্ছে দুদক
ঢাকা: ৩রা জানুয়ারী : নিউজডেস্ক : পদ্মাসেতু দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষী করার বিষয়ে পরামর্শক প্রকল্পে সরকার গঠিত প্রথম মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম ও মূল্যায়ন কমিটির অপর সদস্য সওজের সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী তরুণ তপন দেওয়ানের সাক্ষ্য নিচ্ছে দুনীতি দমন কমিশন (দুদক)। রোববার বেলা আড়াইটায় সেগুনবাগিচার দুদক প্রধান কার্যালয়ে তাদের দুইজনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরআগে গত বৃহস্পতিবার মূল্যায়ন কমিটির সদস্য বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মকবুল হোসেনের সাক্ষ্য নেয় দুদকের তদন্ত টিম।
শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৩
দেশ জুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
৩রা ফেব্রুয়ারী : নিউজডেস্ক : ৩রা ফেব্রুয়ারী সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষা। প্রথমদিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা বোর্ড এবং একটি কারিগরি বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন পরীক্ষার্থী। চলবে বেলা ১টা পর্যন্ত। প্রতিবন্ধীরা নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট বেশি পাবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬৮ হাজার ২৬৮ জন ছাত্র এবং ৬ লাখ ৩৪ হাজার ৯৩৫ জন ছাত্রী।
দেশের মানুষ বিদেশি হস্তক্ষেপ চায় না: ড. মিজান
ঢাকা : ২রা ফেব্রুয়ারী : নিউজডেস্ক : বাংলাদেশের মানুষ এদেশের মাটিতে বিদেশি হস্তক্ষেপ চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে দলিতদের নাগরিক অধিকার বাস্তবায়নে আইনি সুরক্ষা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। আইন কমিশন ও মানবাধিকার কমিশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। ড. মিজান বলেন, “আমাদের রাজনীতিবিদরা বিদেশিদের কাছে অনেক ধরনের কথা বলছেন। তারা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছেন।
দেশে অরাজকতা সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না: প্রধানমন্ত্রী
২রা ফেব্রুয়ারী : নিউজডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করে আর মানুষ খুন করে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না। যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলার মাটিতেই হবে। শনিবার বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ ও মানুষ কিছু পায়, আর বিএনপি নেয়। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীককে জয়ী করতে হবে।” প্রধানমন্ত্রী বলেন, “বিগত জোট সরকারের আমলে পাবনার জনপদ সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। চাটমোহরে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল বিএনপি-জামায়াত সরকার।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)