শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

জিয়াউর রহমানের ৭৭তম জন্মদিন আজ

নিউজ ডেস্ক, ১৯ জানুয়ারী : আজ সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৭তম জন্মদিন । তিনি ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন । বাবা রসায়নবিদ মনসুর রহমান ও মা জাহানারা খাতুন রানী। পাঁচ ভাইয়ের মধ্যে দ্বিতীয় জিয়াউর রহমানের ডাক নাম কমল।
জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিএনপি কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে পুষ্পার্ঘ অর্পণ করবেন। এছাড়া আগামীকাল বিকাল ৩টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।