ঢাকা, ২৩ জানুয়ারি : দেশের ৭৫টি সাংগঠনিক জেলায় প্রচারপত্র বিলির মাধ্যমে গণসংযোগ করছে ১৮দলীয় জোট। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট। প্রধান বিরোধী দল বিএনপির সমন্বয়কারী তরিকুল ইসলাম বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচি সবচেয়ে শক্তিশালী। জনগণ যখন আমাদের সঙ্গে মাঠে নেমে আসবে তখন এই মহাজোট সরকার টিকে থাকতে পারবে না।
তিনি বলেন, সরকারের শেষ বাঁশি বাজানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বুধবার দুপুরে পুরান ঢাকার ধোলাইখালে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। গণসংযোগে জনসাধারনের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তরিকুল ইসলাম বলেন, জনগণ ঘর থেকে বের হয়ে সরকারের প্রতি গণঅনাস্থা জানাচ্ছে। সরকার পুলিশ বাহিনীকে দলীয় অঙ্গ-সংগঠনে পরিণত করেছে মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর বর্বরোচিত হামলা করার পরও পুলিশের তৎকালীন এডিসি হারুনকে পুরস্কৃত করার কঠোর সমালোচনা করে বিরোধী জোটের জোটের শীর্ষ এই নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মানবতার চরম অপমান করেছেন। সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হবে বলে জানান তিনি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তরিকুল ইসলাম। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, ৭৯নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক কাজী মোস্তাফিজুর রহমান কাওসার, ৭৮নং ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ, ৭৫নং ওয়ার্ড সাবেক কমিশনার মোজাম্মেল হোসেন মুক্তা, ৭৭নং ওয়ার্ড সাবেক কমিশনার লিয়াকত আলী, ৮০নং ওয়ার্ড সাবেক কমিশনার এম শাহেদ মন্টু, ৮৭নং ওয়ার্ড সাবেক কমিশনার মোবারক হোসেন, গেন্ডারিয়া থানা বিএনপি সভাপতি মকবুল ইসলাম খান দিপু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুবদল হামিদুর রহমান হামিদ, সুত্রাপুর থানা সভাপতি জাবেদ কামাল রুবেল, ছাত্রদল সভাপতি জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।