সোমবার, ২১ জানুয়ারী, ২০১৩

আযাদকে আপিল করতে হলে আগে আত্নসমর্পণ করতে হবে - আইনমন্ত্রী

ঢাকা, ২১ জানুয়ারী : আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এ রায়ের বিরুদ্ধে রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এর মধ্যে আপিল না করলে আর আপিল গ্রহণের সুযোগ নেই। তবে আপিল করতে হলে আগে তাঁকে আত্নসমর্পণ করতে হবে।’ গত কাল সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়তে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আযাদের ফাঁসির রায় হওয়ার পর আইনমন্ত্রী শফিক আহমেদ এ কথা বলেন। সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের পক্ষ থেকে তাঁর কাছে এই রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শফিক আহমেদ বলেন, রায়ের কপি আযাদের আইনজীবীর কাছে দেওয়া হয়েছে। আপিল ৩০ দিনের মধ্যে করতে হবে।
কারণ এই বিশেষ ট্রাইব্যুনালের ক্ষেত্রে বিলম্ব মার্জনা করে আপিলের সুযোগ নেই।
মানবতাবিরোধী অপরাধের অন্যান্য মামলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আরও একটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। আরেকটি মামলার সাক্ষ্য শেষ হয়েছে। এখন আইনজীবীদের যুক্তি উপস্থাপন
চলছে। আযাদ পলাতক থাকার পরও এ মামলার রায় কেন আগে হল এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মামলার বিচারকাজ তাড়াতাড়ি শেষ হযেছে, তাই রায় হয়েছে। আর আযাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী ছিল না। তাই এতে সময় কম লেগেছে। মন্ত্রী বলেন, আমার মনে হয় এ রায় জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়েছে। এতে যুদ্ধাপরাধের বিষয়ে জাতির প্রত্যাশা কার্যকর হতে শুরু হয়েছে।