শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩

বাণিজ্যমেলার পারটেক্স প্যাভিলিয়ন ভেঙে নিহত ১

ঢাকা: নিউজডেস্ক:  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পারটেক্সের প্যাভিলিয়ন ভেঙে রনি দাশ গুপ্ত নামের ১জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রনি দাশ গুপ্ত পারটেক্সের এই স্টলের বিক্রয়কর্মী। তার বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেছে। শনিবার দুপুর ২টার দিকে হঠাৎই এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন নিচে আটকা পড়েন। খবর পেয়ে মেলার আয়োজক কমিটির লোকজনসহ পুলিশ উদ্ধার তৎপরতা চালান। বিকেল ৩টার দিকে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মুঞ্জুরুল কবীর প্যাভিলিয়ন ভেঙে পড়াসহ ২জন আহত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।