সোমবার, ২১ জানুয়ারী, ২০১৩

পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে- প্রধানমন্ত্রী

ঢাকা, ২২ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে এসেছে। এ আস্থাকে ধরে রাখতে হবে। পুলিশকে আরো নিবেদিত প্রাণ হতে হবে।
মঙ্গলবার সকালে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পুলিশকে আধুনিক গতিশীল, জনকল্যাণমুখী ও বাস্তবমুখী করতে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আন্তরিক ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান। পুলিশ বাহনীকে আত্মনির্ভরতা ও দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা কখনই পুলিশ বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না। পুলিশ জন নিরাপত্তায় কাজ করবে।
তিনি বলেন, আমরা এ বাহিনীকে গতিশীল ও কল্যানমুখী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। পুলিশের পদোন্নতির লক্ষ্যে  ৭৩৩টি ক্যাডার পদসহ ৩২ হাজার পদ সৃষ্টি করেছি।
তিনি আরো বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালনই পুলিশের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব নিয়েই পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও অপরাধ দমন, সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ মহান দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি সকল শহীদ পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেয়ার জন্য এবং বিশ্বে বাংলাদেশকে আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতে সকলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। ২০২১ সালের মধ্যে তিনি দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তেলার আশা ব্যক্ত করেন।
এরআগে তিনি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সদস্যদের মধ্যে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)’ এই চার ধরনের পদক পরিয়ে দেন।