শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, ১৯ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা ছাড়া দারিদ্র্য ও অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি সকল শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। শনিবার সকাল সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার কমপ্লেঙে ২০১২ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পদক ও বৃত্তি তুলে দেয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা খাদ্যের উৎপাদন বাড়িয়েছি।
এর ফলে আগে যে হাহাকার ছিল এখন আর তা নেই। সরকার শিক্ষা খাতে সবচেয়ে গুরুত্ব দিয়েছে এবং বাজেটে এ ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। তিনি বলেন, সরকার শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দিয়েছে বলেই পাসের হার ও গুণগত মান বৃদ্ধি পেয়েছে। সরকারের হাতে অর্থ থাকলে মাস্টার্স পর্যন্ত অবৈতনিক করে দিতাম। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর, বিমানমন্ত্রী ফারুক খান, স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাসসুল হক টুকু উপস্থিত ছিলেন। এর আগে সকালে গোপালগঞ্জ এসে পৌঁছেন শেখ হাসিনা। বেলা সাড়ে ১০টায় তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এছাড়া দুপুরে প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর মাজার কমপ্লেঙে স্ট্যান্ডার্ড ব্যাংকের টুঙ্গিপাড়া শাখা উদ্বোধন করার কথা রয়েছে। কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট ও রাধাগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ করবেন তিনি। পরে তিনি গোবরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন ও নির্মাণাধীন ভৌত অবকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন এবং মতবিনিময় সভায় যোগদান করবেন। এছাড়া বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের গোপালগঞ্জ আঞ্চলিক অফিসের কার্যক্রম উদ্বোধন এবং জাতীয় মহিলা সংস্থা, গোপালগঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রীর আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধনের কথাও রয়েছে।