রবিবার, ২০ জানুয়ারী, ২০১৩

পেট্রোল পাম্প ও ট্যাংক লরির মালিক এবং শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

ঢাকা, ২০ জানুয়ারি ২০১৩ : সারাদেশে ‘অনির্দিষ্টকালের কর্মবিরতি’ শুরু করেছেন পেট্রোল পাম্প ও ট্যাংক লরির মালিক এবং শ্রমিকরা। জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে এ কর্মবিরতি শুরু করেছেন তারা। রোববার সকাল ৬টা থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে বলে জানান বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ নাজমুল হক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, “কোনো পাম্প বা ট্যাংক লরি থেকে এক লিটার তেলও বিক্রি বা পরিবহন হবে না।” এই পরিষদের মাধ্যমে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টন জ্বালানি তেলের বিপণন হয় বলেও উল্লেখ করেন নাজমুল হক। এদিকে, ধর্মঘটের ঘোষণা থাকায় শনিবার রাতে রাজধানীর তেলের পাম্পগুলোতে ব্যাপক ভিড় দেখা যায়। ধর্মঘট কতো দিন চলবে তার নিশ্চয়তা না থাকায় গাড়ির জ্বালানির ট্যাংক ভর্তি করে নেন অনেক চালক। গত ৩ জানুয়ারি চার ধরনের জ্বালানি তেলের দাম ৫ থেকে ৭ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর বিতরণ কোম্পানিগুলোর কমিশনও ৩ থেকে ৫ পয়সা বাড়ানো হয়। ১৩ জানুয়ারি এক সংবাদ সম্মেলন থেকে কমিশন বৃদ্ধিসহ ৯ দফা দাবি জানিয়ে তা পূরণে সরকারকে সাত দিনের সময় দেন পাম্প মালিকরা। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া না পেয়ে ১৮ জানুয়ারি আবারো সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় পরিষদ।