ঢাকা, ২০ জানুয়ারি : বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে ভয়াবহ আগুনে নিহত বাংলাদেশিদের কফিন আগামী ২২ জানুয়ারি মঙ্গলবার ঢাকা পৌছবে। স্থানীয় সময় আগামীকাল সোমবার রাত ৩টা ৫০ মিনিটে লাশ নিয়ে এ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ফ্লাইট নং-ইকে ৮৩৮ ও ইকে ৪৮৬০) বাহরাইন ত্যাগ করবে এবং পরের দিন মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে পাঁচটায় বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
গত ১১ জানুয়ারি রাজধানী মানামায় একটি শ্রমিক শিবিরে ভয়াবহ আগুনে নিহত ১৩ শ্রমিকের সবাই বাংলাদেশি। পরে বাংলাদেশ দূতাবাস লাশগুলো সনাক্ত করে। নিহতদের মধ্যে ১১ বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বাহরাইনে বাংলাদেশ দূতাবাস ১১ বাংলাদেশির লাশ শনাক্ত করেছে। ভবনটি মেস হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের শ্রমিকরা গাদাগাদি করে থাকতেন।