মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৩

বৃহস্পতিবার দেশব্যাপী জামায়াতের হরতাল

ঢাকা: ৩০শে জানুয়ারী : নিউজডেস্ক:  সমাবেশ আয়োজনের অনুমতি না দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দিচ্ছে জামায়াত। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বুধবার বিকেল তিনটায় ওই সমাবেশ হওয়ার কথা ছিলো। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদনও করেছিলো জামায়াত।
কিন্তু বুধবার সকাল পর্যন্ত ওই সমাবেশ আয়োজনের কোন লিখিত বা মৌখিক অনুমতি না পাওয়ায় দলটির হাই কমান্ড বৃহস্পতিবার হরতালের সিদ্ধান্ত নেয়। ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির হামিদুর রহমান আযাদের বরাত দিয়ে তার এক ঘনিষ্ঠ সূত্র দুপুর সোয়া ১১টার দিকে বিভিন্ন সংবাদমাধ্যমকে হরতালের বিষয়টি নিশ্চিত করে। সূত্রটি জানায়, দুপুরের আগেই হরতালের ঘোষণা দেবে জামায়াত।