ঢাকা, ২১ জানুয়ারী : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বাচ্চু রাজাকার দেশ-বিদেশের যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বের করে এনে রায় কার্যকর করা হবে। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক চলাকালে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে রায় ঘোষণার পর সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি একথা বলেন। হানিফ বলেন, “একাত্তরে যারা গণহত্যা করেছে তাদের একজন কুখ্যাত বাচ্চু রাজাকার। তার ফাঁসি দেওয়া হয়েছে। আমরা এই রায় শোনার পরে ১৪ দলের পক্ষে সন্তুষ্টি প্রকাশ করেছি।
রায়ে দেশবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হয়েছে।” বিচার এবং রায়ের জন্য দেশবাসী যে সমর্থন ও সহযোগিতা করেছে তার জন্য ১৪ দলের পক্ষে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের এই নেতা একাত্তরে বাচ্চু রাজাকারের হাতে নিহত শহীদদের আত্মার প্রতি সমবেদনা জানান। বাকি আসামিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সমগ্র জাতি ও আমাদের প্রত্যাশা বাকি যাদের বিচার কাজ চলছে তাদের রায়ও যেন দ্রুত হয়।” বিচার করার জন্য জনগণ যে সহযোগিতা দিয়েছে আগামীতেও তেমন দেবে- এমন আশা প্রকাশ করেন হানিফ। একই সঙ্গে রায় ঘোষণার পর কেউ কোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কঠোর হস্তে দমন করবে বলেও জানান হানিফ।