শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩

বাকৃবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

ঢাকা, ১৯ জানুয়ারী : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রপের সংঘর্ষ চলছে। গতকালের সংঘর্ষের জের ধরে আজ দুপুর ১২ টার দিকে দুগ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে দু’গ্রুপের গোলাগুলিতে এক শিশুসহ দুজন গুলিবিদ্ধ এবং মোট ২০ জন আহত হয়েছে। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপে মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে।
সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর এবং কয়েক রাউন্ড রাউন্ড ফাঁকা গুলি করেছে বলে স্থানীয় সূত্র দাবী করেছে। সূত্র জানায়, গত ১৮ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন গ্রুপের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খোকা বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে এলে তাকে মারধর করেন সভাপতি শামসুদ্দিন আল আজাদ পক্ষের নেতাকর্মীরা।এ খবর ইমন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরে তারা অস্ত্র নিয়ে  জব্বারের মোড়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পাশাপাশি রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে শক্তির মহড়া দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের গোটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।