বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৩

গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ : প্রধান বিচারপতি

ঢাকা, ২৩ জানুয়ারি : গণমাধ্যম যথার্থভাবেই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত গণতন্ত্রই উত্তম রাষ্ট্রব্যবস্থা। গণতন্ত্রকে সুসংহত ও বিকশিত করতে হলে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, গণতন্ত্রের শক্তিশালী করণ অনেকাংশেই গণমাধ্যমের অবাধ চারণের মধ্য দিয়ে বাস্তবায়ন ঘটে।