বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৩

ইবি’র বৃহস্পতিবারের ছুটি বাতিল

 
ডেস্ক রিপোর্ট, ২৩ জানুয়ারী : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে পূর্ব নির্ধারিত বৃহস্পতিবারের ছুটি বাতিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছুটি বাতিল করায় ওই দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, জাতীয় চাঁদ দেখা কমিটির সুপারিশ অনুযায়ী আগামী শুক্রবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) পালনের ঘোষণায় ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবারের ছুটি বাতিল করেছে, যা আগামী শুক্রবার পালিত হবে।