মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৩

রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক‍াবস্থায়

ঢাকা: ৩০শে জানুয়ারী : নিউজডেস্ক : জামায়াত-শিবিরের কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তার নামে চলছে অঘোষিত রেড অ্যালার্ট। পুরো রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ-র‌্যাব। কোথাও কোথাও মেট্রোপুলিশের পাশাপাশি জেলা পুলিশের পোশাকধারী পুলিশকে দেখা যাচ্ছে। অর্থাৎ মেট্রোপুলিশকে সহায়তার জন্য আনা হয়েছে জেলা পুলিশ। এছাড়া পোশাকধারী র‌্যাবও রয়েছে সতর্কাবস্থায়। পাশাপাশি সাদা পোশাকে রয়েছে কয়েক হাজার গোয়েন্দা সংস্থার সদস্য। রাজধানীতে জামায়াত-শিবিরের কর্মসূচিকে ঘিরে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডল সংবাদমাধ্যমকে বলেন, রাজধানীতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের উপর হামলা ঠেকাতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক‍াবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, রাজধানীর উত্তরা, খিলক্ষেত, গাবতলী, শ্যামলী, মহাখালী, সাতরাস্তা, তেজগাঁও, রামপুরা, বাড্ডা, মৌচাক, মিরপুর, কাজিপাড়া, মতিঝিল, দৈনিকবাংলা মোড়, পল্টন, হাইকোর্ট মোড়, মগবাজার, মালিবাগ, রামপুরা, বাড্ডা, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যাত্রবাড়ী এলাকায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, গোয়েন্দা সংস্থার সদস্যদের বাড়তি টহলও দেখা যাচ্ছে।