ঢাকা, ২০ জানুয়ারী : জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে দূরপাল্লা ও আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা করে বাড়ানো হয়েছে। এর ফলে দূরপাল্লার প্রতি কিলোমিটারের ভাড়া এক টাকা ৩৫ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৪৫ পয়সা করা হলো। রোববার যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় সরকার। এ ভাড়া ঢাকা ও চট্টগ্রাম শহরের কোনো বাসের জন্য প্রযোজ্য হবে না। বৈঠকের পর ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্ত জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে গত ১২ জানুয়ারি ভাড়া নির্ধারণে গঠিত ব্যয় বিশ্লেষণ কমিটি প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়ানোর সুপারিশ করে। সুপারিশে ১ টাকা ৩৫ থেকে ভাড়া বাড়িয়ে ১ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করা হয়। গত ৩ জানুয়ারি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর এই সুপারিশ করে কমিটি। এই সুপারিশ মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর গত ১৫ জানুয়ারি মালিক-শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠক করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু যোগাযোগমন্ত্রী জনস্বার্থে এই ভাড়া কমানোর পক্ষে মতামত তুলে ধরলে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত সাময়িক বন্ধ থাকে। ওইদিন সভা থেকে সিদ্ধান্ত জনস্বার্থ বিবেচনা করে ব্যয় বিশ্লেষণ কমিটিকে কমিয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়। ব্যয় বিশ্লেষণ কমিটির পুন:নির্ধারিত সুপারিশের ভিত্তিতে আলোচনা করে ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৫ জানুয়ারির সভায় ব্যয় বিশ্লেষণ কমিটির সভাপতি আইয়ুবুর রহমান ভাড়া নির্ধারণে কমিটি ১২টি প্রাথমিক উপাদান ও ১৬টি ব্যয় খাত বিবেচনার উল্লেখ করেন। উল্লেখ্য, সরকার গত ৪ জানুয়ারি থেকে পেট্রোল ও অকটেন লিটারে ৫ টাকা করে এবং ডিজেল ও কেরোসিন লিটারে ৭ টাকা করে বৃদ্ধি করে। নতুন দর অনুযায়ী, ডিজেল ৬৮ টাকা, কেরোসিন ৬৮ টাকা, অকটেন ৯৯ টাকা এবং পেট্রোল ৯৬ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে ২০১২ সালের ১ জানুয়ারি দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা করে বাড়ানো হয়। সেই হিসাবে প্রতি কিলোমিটারে বাসের সরকার নির্ধারিত ভাড়া নির্ধারণ করা হয় ১ টাকা ৩৫ পয়সা। আর এখন ১০ পয়সা বেড়ে বর্তমান ভাড়া দাঁড়ালো ১টাকা ৪৫ পয়সা। বৈঠকে অন্যদের মধ্যে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এমএএন সিদ্দিক, বিআরটিএর চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান খান, বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ খান, ক্যাবের সভাপতি কাজী ফারুক, সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল, যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, শ্রমিক নেতা ও ব্যয় বিশ্লেষণ কমিটির সদস্য ওসমান আলী ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব শাহ আলম উপস্থিত ছিলেন।