ঢাকা, ১৯ জানুয়ারি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম অভিযোগ করে বলেছেন, জনগণকে বিভ্রান্ত করতেই উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনের উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাধিতে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তরিকুল ইসলাম বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচন দেয়ার কথা বলছে সরকার। জনগণকে বিভ্রান্ত করা ও নির্বাচনমুখী করতে এটি বলা হচ্ছে। এ ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হবে না। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করাই এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।