রবিবার, ২০ জানুয়ারী, ২০১৩

মানবাধিকার নিয়ে সন্তুষ্ট হওয়ার কিছু নেই : দীপু মনি

ঢাকা, ২০ জানুয়ারি : শুধু বাংলাদেশের নয় বরং বিশ্বের যে কোন দেশের মানবাধিকার নিয়ে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘে বাংলাদেশের মানবাধিকার রিপোর্ট জমা দেওয়ার আগে এনজিও ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ২০০৯ সালে মানবাধিকার রিপোর্ট জমা দেওয়া হয়েছিল।
তিনি বলেন, বিগত সরকারের আমলে যে হারে নারী ও সংখ্যালঘু নির্যাতন, খুন, জঙ্গি উত্থানসহ বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল তা ছিল উদ্বেগজনক। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা অনেক কমে এসেছে। বর্তমান মানবাধিকার পরিস্থিতি আগের যেকোন সময়ের চেয়ে অনেক উন্নত বলেও তিনি দাবি করেন।