রবিবার, ২০ জানুয়ারী, ২০১৩

আজ শহীদ আসাদ দিবস

ঢাকা, ২০ জানুয়ারী : আজ রোববার ২০ জানুয়ারি ঐতিহাসিক শহীদ আসাদ দিবস। ৪৪ বছর আগে ১৯৬৯ সালের এদিনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ১১ দফা কর্মসূচির আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন।
আসাদ দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।

আসাদ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- নরসিংদী জেলার শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে শহীদ আসাদের কবরে পুস্তবক অর্পণ, রাজধানীতে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি গেট সংলগ্ন শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুস্তবক অর্পণ।
শহীদ আসাদ পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রনেতা আসাদুজ্জামানের মৃত্যুর পর বিপ্লবী জনতা আইয়ুব গেটের নাম আসাদ গেট এবং আইয়ুব এভিনিউ'র নাম আসাদ এভিনিউ রাখেন। আসাদ পরিষদ দিবসটি পালন উপলক্ষে রোববার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হয়ে সকাল সাড়ে ৮টায় শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুস্তবক অর্পণের কর্মসূচি নিয়েছে। এছাড়া সকাল ১১টায় শিবপুর ধানুয়ায় শহীদ আসাদের কবরে শ্রদ্ধাঞ্জলি এবং বিকেল ৩টায় শিবপুর কলেজ গেটে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।