ঢাকা : ৩১শে জানুয়ারী : নিউজডেস্ক : যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল, আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতালের ডাক দেয় একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন জামায়াতে ইসলামী। তবে ঢাকা ও চট্টগ্রামে হরতাল হয়েছে বেলা ২টা পর্যন্ত। হরতালে বিশৃঙ্খলা এড়াতে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নেন বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য। এর মধ্যেও যাত্রাবাড়ী, মিরপুর, শ্যাওড়াপাড়াসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার চেষ্টা চালায় হরতালকারীরা।
বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৩
মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৩
রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায়
ঢাকা: ৩০শে জানুয়ারী : নিউজডেস্ক : জামায়াত-শিবিরের কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তার নামে চলছে অঘোষিত রেড অ্যালার্ট। পুরো রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ-র্যাব। কোথাও কোথাও মেট্রোপুলিশের পাশাপাশি জেলা পুলিশের পোশাকধারী পুলিশকে দেখা যাচ্ছে। অর্থাৎ মেট্রোপুলিশকে সহায়তার জন্য আনা হয়েছে জেলা পুলিশ। এছাড়া পোশাকধারী র্যাবও রয়েছে সতর্কাবস্থায়। পাশাপাশি সাদা পোশাকে রয়েছে কয়েক হাজার গোয়েন্দা সংস্থার সদস্য। রাজধানীতে জামায়াত-শিবিরের কর্মসূচিকে ঘিরে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডল সংবাদমাধ্যমকে বলেন, রাজধানীতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের উপর হামলা ঠেকাতে পুলিশকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দেশব্যাপী জামায়াতের হরতাল
ঢাকা: ৩০শে জানুয়ারী : নিউজডেস্ক: সমাবেশ আয়োজনের অনুমতি না দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দিচ্ছে জামায়াত। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বুধবার বিকেল তিনটায় ওই সমাবেশ হওয়ার কথা ছিলো। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদনও করেছিলো জামায়াত।
একের পর এক ককটেল বিস্ফোরণে প্রকম্পিত ঢাবি
ঢাকা : ২৯শে জানুয়ারী: নিউজডেস্ক : একের পর এক ককটেল বিস্ফোরণে কেঁপে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টার মধ্যেই অন্তত দেড় ডজন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয় এলাকায়। ক্যাম্পাসে ছাত্রদল ঢুকতে পারে এমন সংবাদে সকাল থেকেই ঢাবি ক্যাম্পাসে চাপা উত্তেজনা বিরাজ করছে। ছাত্রদলকে প্রতিহত করার ঘোষণা দিয়ে মধুর ক্যান্টিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে রয়েছে ছাত্রলীগ। ছাত্রদলও ক্যাম্পাসের আশেপাশে জড়ো হওয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসজুড়ে। দুই ছাত্র সংগেঠনের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে। সকাল সাড়ে নয়টার দিকে প্রথমে শাহবাগ এলাকায় বারডেম হাসপাতালের সামনে ২টি ককটেল বিস্ফোরিত হয়। এরপর দশটার দিকে পলাশীতে বিস্ফোরিত হয় আরও ৯টি ককটেল। দশটা ২০ মিনিটের দিকে নীলক্ষেতে প্রথমে একটি ও পরে আরো সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সব মিলিয়ে এ পর্যন্ত ১৯টি ককটেল বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে ঢাবি ক্যাম্পাস।
শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩
২০১৪ সালের জানুয়ারির মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রী
রাঙ্গুনিয়া চট্টগ্রাম: নিউজডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জনগণের উদ্দেশে বলেন, দেশের উন্নয়নের জন্য, দেশকে এগিয়ে নেওয়া ও দেশের কলঙ্ক মোচনের জন্য আবারও নৌকায় মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করুন। আমাদেরকে আবার দেশের সেবা করার সুযোগ দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
দক্ষ জনসম্পদকে ব্যবহার করা গেলে বিদেশিদের কাছে আর ধার চাইতে হবে না।: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম: নিউজডেস্ক : দেশের জনগণকে জনসম্পদে পরিণত করে দেশকে স্বনির্ভর করে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা । তিনি বলেছেন,‘আমাদের দক্ষ জনসম্পদকে ব্যবহার করা গেলে বিদেশিদের কাছে আর ধার চাইতে হবে না। বিদেশিদের কাছে ধার চেয়ে তাদের আর ছবক শুনতে চাই না।”দারিদ্রকে প্রধান শত্রু আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একমাত্র শত্রু দারিদ্র। এ দারিদ্র দুর করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।’তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে যদি আমরা বিজয় অর্জন করতে পারি তাহলে আর্থ-সামাজিক উন্নয়নে কেন বিজয় অর্জন করতে পারবো না।’ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর ৫৪ তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শীতকালীন অধিবেশনেও সংসদে যাচ্ছে না প্রধান বিরোধী দল
ঢাকা: নিউজডেস্ক: চলতি বছরের শীতকালীন অধিবেশনেও সংসদে যাচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি। রোববার বিকেলে এ অধিবেশন বসছে। কিন্তু সংসদে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিরোধী দল। বরং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি নিয়ে ভাবছে তারা। এ প্রসঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সংবাদমাধ্যমকে জানান, “সংসদে যাওয়ার ব্যপারে নতুন করে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আগে থেকে সংসদে না যাওয়ার যে সিদ্ধান্ত ছিল সেটাই বহাল আছে।”
মোহাম্মদপুর বেড়িবাঁধে পোশাক কারখানায় আগুন: নিহত ৬
বাণিজ্যমেলার পারটেক্স প্যাভিলিয়ন ভেঙে নিহত ১
ঢাকা: নিউজডেস্ক: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পারটেক্সের প্যাভিলিয়ন ভেঙে রনি দাশ গুপ্ত নামের ১জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রনি দাশ গুপ্ত পারটেক্সের এই স্টলের বিক্রয়কর্মী। তার বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেছে। শনিবার দুপুর ২টার দিকে হঠাৎই এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন নিচে আটকা পড়েন। খবর পেয়ে মেলার আয়োজক কমিটির লোকজনসহ পুলিশ উদ্ধার তৎপরতা চালান। বিকেল ৩টার দিকে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মুঞ্জুরুল কবীর প্যাভিলিয়ন ভেঙে পড়াসহ ২জন আহত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৩
চাকরি জাতীয়করণের দাবিতে ধর্মঘটে শিক্ষকরা
ঢাকা, ২৩ জানুয়ারী : চাকরি জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। চাকরি জাতীয়করণ, ননএমপিও শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত এবং প্রাইভেট টিউশনি বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকরা। শিক্ষকরা সকাল ৭টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে থাকে।
ইবি’র বৃহস্পতিবারের ছুটি বাতিল
ডেস্ক রিপোর্ট, ২৩ জানুয়ারী : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে পূর্ব
নির্ধারিত বৃহস্পতিবারের ছুটি বাতিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ছুটি বাতিল করায় ওই দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক
কার্যক্রম যথারীতি চলমান থাকবে। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, জাতীয়
চাঁদ দেখা কমিটির সুপারিশ অনুযায়ী আগামী শুক্রবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী
(সঃ) পালনের ঘোষণায় ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবারের ছুটি
বাতিল করেছে, যা আগামী শুক্রবার পালিত হবে।
গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ : প্রধান বিচারপতি
ঢাকা, ২৩ জানুয়ারি : গণমাধ্যম যথার্থভাবেই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত গণতন্ত্রই উত্তম রাষ্ট্রব্যবস্থা। গণতন্ত্রকে সুসংহত ও বিকশিত করতে হলে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, গণতন্ত্রের শক্তিশালী করণ অনেকাংশেই গণমাধ্যমের অবাধ চারণের মধ্য দিয়ে বাস্তবায়ন ঘটে।
সরকারের শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি
ঢাকা, ২৩ জানুয়ারি : দেশের ৭৫টি সাংগঠনিক জেলায় প্রচারপত্র বিলির মাধ্যমে গণসংযোগ করছে ১৮দলীয় জোট। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট। প্রধান বিরোধী দল বিএনপির সমন্বয়কারী তরিকুল ইসলাম বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচি সবচেয়ে শক্তিশালী। জনগণ যখন আমাদের সঙ্গে মাঠে নেমে আসবে তখন এই মহাজোট সরকার টিকে থাকতে পারবে না।
বিচারের রায়ে যুক্তরাষ্ট্রের সমর্থন, ফাঁসির দণ্ডাদেশ নিয়ে আপত্তি যুক্তরাজ্যের
ডেস্ক রিপোর্ট, ২৩ জানুয়ারী : মানবতাবিরোধী অপরাধে মাওলানা আবুল কালাম আযাদের ফাঁসির রায় ঘোষণার পর পৃথক বিবৃতিতে বিচারে নিজেদের সমর্থনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে তারা বিচার অবশ্যই অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্নের আহবান জানায়। সমর্থন জানালেও যুক্তরাজ্য ফাঁসির দণ্ডাদেশ নিয়ে তাদের আপত্তির কথাও জানিয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মানবতাবিরোধী অপরাধের বিচারে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, বিচার অবশ্যই অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছতার ভিত্তিতে হতে হবে।
এ মাসে বিশ্বব্যাংক অর্থায়ন নিশ্চিত না করলে বিকল্প ব্যবস্থা: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম, ২৩ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ মাসের মধ্যে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক অর্থায়ন নিশ্চিত না করলে বিকল্প ব্যবস্থা নেবে সরকার। তিনি বলেন, রাশিয়ায় বাংলাদেশের জনশক্তি রপ্তানির উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। এ ছাড়াও দেশটি আমাদের তথ্য ও যোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সামপ্রতিক রাশিয়া সফরের অভিজ্ঞতা দেশবাসীকে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সোমবার, ২১ জানুয়ারী, ২০১৩
আযাদকে আপিল করতে হলে আগে আত্নসমর্পণ করতে হবে - আইনমন্ত্রী
ঢাকা, ২১ জানুয়ারী : আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এ রায়ের
বিরুদ্ধে রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এর মধ্যে আপিল না
করলে আর আপিল গ্রহণের সুযোগ নেই। তবে আপিল করতে হলে আগে তাঁকে আত্নসমর্পণ
করতে হবে।’ গত কাল সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়তে ইসলামীর
সাবেক সদস্য আবুল কালাম আযাদের ফাঁসির রায় হওয়ার পর আইনমন্ত্রী শফিক আহমেদ এ
কথা বলেন। সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের পক্ষ থেকে তাঁর কাছে
এই রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শফিক আহমেদ বলেন, রায়ের কপি
আযাদের আইনজীবীর কাছে দেওয়া হয়েছে। আপিল ৩০ দিনের মধ্যে করতে হবে।
পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে- প্রধানমন্ত্রী
ঢাকা, ২২ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে এসেছে। এ আস্থাকে ধরে রাখতে হবে। পুলিশকে আরো নিবেদিত প্রাণ হতে হবে।
মঙ্গলবার সকালে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পুলিশকে আধুনিক গতিশীল, জনকল্যাণমুখী ও বাস্তবমুখী করতে আমরা কাজ করে যাচ্ছি।
মঙ্গলবার সকালে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পুলিশকে আধুনিক গতিশীল, জনকল্যাণমুখী ও বাস্তবমুখী করতে আমরা কাজ করে যাচ্ছি।
রবিবার, ২০ জানুয়ারী, ২০১৩
জ্বালানি তেলের ধকল না কাটতেই বাড়ছে বিদ্যুতের দাম
ঢাকা, ২১ জানুয়ারী : ডিজেল, কেরোসিনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার ধকল কাটিয়ে না উঠতেই জনগণকে গুনতে হবে বিদ্যুতের অতিরিক্ত মূল্য। চলতি সপ্তাহের যেকোনো দিন আসছে বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা। এ নিয়ে সপ্তমবারের মতো খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াচ্ছে মহাজোট সরকার। নতুন এই দাম কার্যকর হচ্ছে ১ জানুয়ারি থেকেই। দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে বিদ্যুতের দাম তিন বা সাড়ে তিন শতাংশের বেশি বাড়ানো হবে না বলেও জানায় বিইআরসি।
যেখানেই থাকুক, খুঁজে বের করে রায় কার্যকর করা হবে: হানিফ
ঢাকা, ২১ জানুয়ারী : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বাচ্চু রাজাকার দেশ-বিদেশের যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বের করে এনে রায় কার্যকর করা হবে। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক চলাকালে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে রায় ঘোষণার পর সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি একথা বলেন। হানিফ বলেন, “একাত্তরে যারা গণহত্যা করেছে তাদের একজন কুখ্যাত বাচ্চু রাজাকার। তার ফাঁসি দেওয়া হয়েছে। আমরা এই রায় শোনার পরে ১৪ দলের পক্ষে সন্তুষ্টি প্রকাশ করেছি।
রায়ের মাধ্যমে অপেক্ষার অবসান হলো : অ্যাটর্নি জেনারেল
ঢাকা, ২১ জানুয়ারী : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সমস্ত জাতি এতো বছর ধরে এই রায়ের জন্য অপেক্ষা করছিল। এই রায়ের মাধ্যমে অপেক্ষার অবসান হলো। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রথম রায়ে জামায়াতের সাবেক রোকন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশের পর ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাওয়ার সময় এক প্রতিক্রিয়ায় সংবাদিকদের তিনি একথা বলেন।
আবুল কালাম আযাদের ফাঁসির আদেশ
ঢাকা, ২১ জানুয়ারি : মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের সাবেক রোকন আবুল কালাম আযাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেছে আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সোমবার বেলা পোনে ১২টার দিকে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষনা করেন। রায়ে বলা হয়েছে, আযাদের বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে ৭টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হয়েছে। আদালত নিজেই এ রায়কে ঐতিহাসিক হিসাবে বর্ননা করেছেন।
রিয়ার এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব নতুন নৌবাহিনী প্রধান
ঢাকা, ২০ জানুয়ারি ২০১৩ : রিয়ার এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিবকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি হতে তিনি নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং একই দিনে তাঁকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি প্রদান করা হয়েছে । গত রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়। খবর বাসস।
দূরপাল্লা ও আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা করে বাড়লো
ঢাকা, ২০ জানুয়ারী : জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে দূরপাল্লা ও আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা করে বাড়ানো হয়েছে। এর ফলে দূরপাল্লার প্রতি কিলোমিটারের ভাড়া এক টাকা ৩৫ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৪৫ পয়সা করা হলো। রোববার যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় সরকার। এ ভাড়া ঢাকা ও চট্টগ্রাম শহরের কোনো বাসের জন্য প্রযোজ্য হবে না। বৈঠকের পর ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্ত জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
এসিড নিক্ষেপকারী মনিরকে গ্রেফতারের নির্দেশ
ঢাকা, ২০ জানুয়ারি : ইডেন কলেজের ছাত্রীর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মনিরকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই সময়ের মধ্যে মনিরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে বলা হয়েছে। রবিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ফৌজদারি কার্যবিধি অনুসারে বিবাদীদের যথাযথ দায়িত্ব পালনের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। পুলিশের মহাপরিদর্শক,
মানবাধিকার নিয়ে সন্তুষ্ট হওয়ার কিছু নেই : দীপু মনি
ঢাকা, ২০ জানুয়ারি : শুধু বাংলাদেশের নয় বরং বিশ্বের যে কোন দেশের মানবাধিকার নিয়ে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘে বাংলাদেশের মানবাধিকার রিপোর্ট জমা দেওয়ার আগে এনজিও ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ২০০৯ সালে মানবাধিকার রিপোর্ট জমা দেওয়া হয়েছিল।
বাহরাইনে আগুনে নিহতদের কফিন আসছে মঙ্গলবার
ঢাকা, ২০ জানুয়ারি : বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে ভয়াবহ আগুনে নিহত বাংলাদেশিদের কফিন আগামী ২২ জানুয়ারি মঙ্গলবার ঢাকা পৌছবে। স্থানীয় সময় আগামীকাল সোমবার রাত ৩টা ৫০ মিনিটে লাশ নিয়ে এ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ফ্লাইট নং-ইকে ৮৩৮ ও ইকে ৪৮৬০) বাহরাইন ত্যাগ করবে এবং পরের দিন মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে পাঁচটায় বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
২৪ ঘণ্টার মধ্যে বিশ্বব্যাংক প্যানেলের জবাব দেবে দুদক
ঢাকা, ২০ জানুয়ারি : আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বব্যাংক প্যনেলের জবাব পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আবুল হোসেনকে অন্তর্ভুক্তের বিষয়টি তদন্তাধীন। এখনো এ বিষয়ে বলার সময় হয়নি। ইতিমধ্যে দুদকের কাছে পানেলের লেখা চিঠির ৮টি প্রশ্বের জবাব চাওয়া হয়েছে। এগুলো হলো- সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ সন্দেহভাজনদের তদন্তের আওতায় আনা এবং জিজ্ঞাসাবাদ করা, কানাডীয় কর্তৃপক্ষের কাছে থাকা ১০ পার্সেন্ট ঘুষের তথ্য সংগ্রহ করা, লাভালিনের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা, দুদকের অনুসন্ধান কাজ চলাকালীন সাক্ষী হিসেবে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের আবার জিজ্ঞাসাবাদ করা, সেতু ভবন থেকে প্রয়োজনীয় সব ডকুমেন্ট সংগ্রহ করা।
পেট্রোল পাম্প ও ট্যাংক লরির মালিক এবং শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
ঢাকা, ২০ জানুয়ারি ২০১৩ : সারাদেশে ‘অনির্দিষ্টকালের কর্মবিরতি’ শুরু করেছেন পেট্রোল পাম্প ও ট্যাংক লরির মালিক এবং শ্রমিকরা। জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে এ কর্মবিরতি শুরু করেছেন তারা। রোববার সকাল ৬টা থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে বলে জানান বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ নাজমুল হক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, “কোনো পাম্প বা ট্যাংক লরি থেকে এক লিটার তেলও বিক্রি বা পরিবহন হবে না।” এই পরিষদের মাধ্যমে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টন জ্বালানি তেলের বিপণন হয় বলেও উল্লেখ করেন নাজমুল হক।
ইজতেমায় মানবজাতির শান্তি কামনা
ঢাকা, ২০ জানুয়ারি ২০১৩ : মানবজাতির ওপর শান্তি বর্ষণ ও মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব, সর্বোপরি আল্লাহর দয়া কামনায় ‘আমিন ছুম্মা আমিন’ ধ্বনিতে শেষ হলো ৪৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতের সময় মুসল্লিরা জীবনের সকল গুনাহ মাফ চেয়ে চোখের পানি ফেলে ডুকরে ডুকরে কাঁদতে থাকেন। বেলা ১২টা ৪৫ মিনিটে শুরু হয়ে ১টা ৫ মিনিট পর্যন্ত মোনাজাত হয়। ২০ মিনিট স্থায়ী এই মোনাজাত আরবি ও উর্দু ভাষায় পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা জুবায়েরুল হাসান।
আজ শহীদ আসাদ দিবস
ঢাকা, ২০ জানুয়ারী : আজ রোববার ২০ জানুয়ারি ঐতিহাসিক শহীদ আসাদ দিবস। ৪৪ বছর আগে ১৯৬৯ সালের এদিনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ১১ দফা কর্মসূচির আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন।
আসাদ দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।
আসাদ দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।
শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৩
সিটি ও উপজেলা নির্বাচনের প্রস্তুতি ষড়যন্ত্রের অংশ: তরিকুল ইসলাম
ঢাকা, ১৯ জানুয়ারি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম অভিযোগ করে বলেছেন, জনগণকে বিভ্রান্ত করতেই উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনের উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাধিতে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তরিকুল ইসলাম বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচন দেয়ার কথা বলছে সরকার। জনগণকে বিভ্রান্ত করা ও নির্বাচনমুখী করতে এটি বলা হচ্ছে। এ ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হবে না। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করাই এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।
রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের তোয়াক্কা করে না: আকবর আলি
ঢাকা, ১৯ জানুয়ারী : রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কোনো তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান। তিনি বলেন, “তারা অগণতান্ত্রিক শক্তি হিসেবে বেড়ে উঠেছে।” শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র উত্তরণের একটি সম্ভাব্য উপায়’ বিষয়ক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আকবর আলি বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের খোলস আছে, কাঠামো নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই সহমত-সহিষ্ণুতা, নেই সহযোগিতা।” তিনি বলেন, “দেশে সুশাসনের সংকট দেখা দিয়েছে।
এসিড সন্ত্রাসের জন্য দলীয় দুর্বৃত্তায়নকে দায়ী করলেন এরশাদ
ঢাকা, ১৯ জানুয়ারী : দলীয় ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণেই সমাজে এসিড নিক্ষেপের মতো ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এসিড নিক্ষেপ অপরাধ আইন কার্যকর করে চানখারপুলের ঘটনায় জড়িতদের দ্রুত ফাঁসি দাবি করেছেন তিনি। রাজধানীতে এসিড নিক্ষেপের শিকার শারমিন আক্তার আঁখি(২৪) ও টাঙ্গাইলে ধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে দেখতে গিয়ে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের একথা বলেন তিনি। আঁখি ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। রাজধানীর বংশালের চানখারপুল এলাকায় তাকে কুপিয়ে জখম ও এসিড নিক্ষেপ করে শরীর ঝলসে দিয়েছে কথিত প্রেমিক মনির উদ্দিন। ১৫ জানুয়ারি সকালে চানখারপুল এলাকার একটি কাজী অফিসে এ ঘটনা ঘটে। আঁখি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। বেলা ১১টা ৫৫ মিনিটে এরশাদ আঁখিকে দেখে এসে সাংবাদিকদের বলেন, “এসিডে দগ্ধ বিভৎষ এই দৃশ্য দেখা যায় না। আমি এমন দৃশ্য দেখতে চাই না।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “দলীয় ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে সমাজে এসব ঘটনা দিন দিন বাড়ছে। আমি ক্ষমতায় থাকতে আইন করেছিলাম। তখন এসিড নিক্ষেপের দায়ে ক’জনকে ফাঁসি দিয়েছিলাম। আইনের প্রয়োগ থাকলে সমাজে শান্তি থাকত। অপরাধীদের দ্রুত ফাঁসি দিন।” সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এসব সমস্য সমাধানে তার সঙ্গে কথা বলতে যুব সমাজের প্রতি আহ্বান জানান এরশাদ। পরে টাঙ্গাইলে ধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে দেখে মেডিক্যাল ত্যাগ করেন এরশাদ।
সরকারের উদ্দেশে তিনি বলেন, “দলীয় ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে সমাজে এসব ঘটনা দিন দিন বাড়ছে। আমি ক্ষমতায় থাকতে আইন করেছিলাম। তখন এসিড নিক্ষেপের দায়ে ক’জনকে ফাঁসি দিয়েছিলাম। আইনের প্রয়োগ থাকলে সমাজে শান্তি থাকত। অপরাধীদের দ্রুত ফাঁসি দিন।” সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এসব সমস্য সমাধানে তার সঙ্গে কথা বলতে যুব সমাজের প্রতি আহ্বান জানান এরশাদ। পরে টাঙ্গাইলে ধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে দেখে মেডিক্যাল ত্যাগ করেন এরশাদ।
এপ্রিলের মধ্যে পদ্মার অর্থায়ন : যোগাযোগমন্ত্রী
ঢাকা, ১৯ জানুয়ারি: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু নিয়ে জনগণ আর কোনো কথা শুনতে চায় না। এপ্রিলের মধ্যে যেভাবেই হোক এর অর্থায়ন হবে। পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে এখনও আশাবাদী । শনিবার সকালে সিলেটের সুরমা নদীর ওপর কাজিরবাজার সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে গেলে সাংবাদিক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জনগণ বিরক্ত হয়ে গেছে।
রোববার থেকে পেট্রোল পাম্পে লাগাতার ধর্মঘট
ঢাকা, ১৯ জানুয়ারী : জ্বালানি তেলের কমিশন বৃদ্ধি না করলে আগামী রোববার সকাল ৬টা থেকে লাগাতর ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শুক্রবার বিকেল সোয়া তিনটায় রাজধানীর কাকরাইলে অবস্থিত কার্যালয়ে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক মো. নাজমুল হক এ ঘোষণা দেন। এর আগে গত ১৩ জানুয়ারি একই দাবিতে সরকারের ৭দিনে সময় বেধে দিয়েছিল সংগঠনটি। ১৯ জানুয়ারি এ সময়সীমা শেষ হবে। নাজমুল হক বলেন, গত ২০১০ সালের জুন মাসে সরকার কমিশন বাড়ানোর সিদ্ধান্ত নিলেও তা বাস্তাবায়ন করেনি। এরমধ্যে সরকার কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। কিন্তু তেলের কমিশন বাড়ায়নি। এতে পেট্রোল পাম্প মালিকরা তিগ্রস্থ হচ্ছে। এরপর কয়েকবার সুযোগ দিলেও আলোচনার কথা বলে সময় ক্ষেপন করতে থাকে সরকার।
বাকৃবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ
ঢাকা, ১৯ জানুয়ারী : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রপের সংঘর্ষ চলছে। গতকালের সংঘর্ষের জের ধরে আজ দুপুর ১২ টার দিকে দুগ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে দু’গ্রুপের গোলাগুলিতে এক শিশুসহ দুজন গুলিবিদ্ধ এবং মোট ২০ জন আহত হয়েছে। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপে মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে।
জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট, ১৯ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা ছাড়া দারিদ্র্য ও অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি সকল শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। শনিবার সকাল সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার কমপ্লেঙে ২০১২ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পদক ও বৃত্তি তুলে দেয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা খাদ্যের উৎপাদন বাড়িয়েছি।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)