নিউজডেস্ক : বৃটেনের নাগরিকসহ আন্তর্জাতিক ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের তিন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এরা হলেন-আব্দুর রহমান (৪০), মোশাররফ (৪৫) ও বৃটেনের নাগরিক মোহনাথ (৪২)। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চট্টগ্রাম থেকে আব্দুর রহমানকে ও ঢাকা থেকে মোশাররফকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রোববার ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হযরত শাহ জালাল (র.) বিমানবন্দর থেকে মোহনাথকে আটক করে। এসময় মোহনাথ কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে পালিয়ে যাচ্ছিলেন। মশিউর রহমান আরো জানান, আটক ব্যক্তিরা আন্তর্জাতিক জালিয়াতি চক্রের সদস্য।
দীর্ঘদিন ধরে তারা ভুয়া ক্রেডিড কার্ড দিয়ে বিভিন্ন চেইন সপ ও ইলেকট্রনিক্সের দোকান থেকে মূল্যবান মালপত্র কিনে বাইরে বিক্রি করে আসছিলেন। এদিকে, আটক মোহনাথ শ্রীলঙ্কার বংশোদ্ভুত ব্রিটিশ। আইটি সেক্টরে তার ১১ বছরের অভিজ্ঞতা রয়েছে। আটক করার সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, ক্রেডিট কার্ড বানানোর এনএফসি মেশিন, কয়েকটি সিসি ক্যামেরা, জাল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ব্রিটিশ পাসপোর্ট উদ্ধার করা হয়। আটক সবাই গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেছেন যে তাদের চক্রের বেশ কয়েকজন বিভিন্ন দেশে ক্রেডিট কার্ড জালিয়াতি করে আসছেন।