মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

দুদক চেয়ারম্যানের পদে থাকার বৈধতার প্রশ্নে হাইকোর্টের রুল

নিউজডেস্ক : দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমানের পদের মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরেও কোন কর্তৃত্ব বলে পদে বহাল আছেন তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালত চলতি বছরের ২ মের পর থেকে তার সব কর্মকাণ্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এ সময়ে নেওয়া বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন।

বুধবার, ৫ জুন, ২০১৩

মুজাহিদের রায় যে কোনো দিন

নিউজডেস্ক : একাত্তরে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের যুদ্ধাপরাধের মামলার রায় হবে যে কোনো দিন। হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ও দেশত্যাগে বাধ্য করার মতো সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযাগ রয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের বিরুদ্ধে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। আসামিপক্ষের বক্তব্যের  জবাবে পাল্টা যুক্তি উপস্থাপন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ। দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে।

মঙ্গলবার, ৪ জুন, ২০১৩

আশরাফুল সাসপেন্ড

নিউজডেস্ক : ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আশরাফুল কোনো ধরনের প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। বিসিবি ভবনে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি

চার সিটি কর্পোরেশন নির্বাচনে বিজিবি মোতায়ান করা হবে

নিউজডেস্ক : বরিশাল, সিলেট, রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আনসার বাহিনীর পাশাপাশি বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। মঙ্গলবার বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন ইসি মো. শাহনেওয়াজ। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে কালো টাকার ছড়াছড়ি, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে প্রভাব বিস্তার, পেশী শক্তি প্রয়োগ, হুমকি ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন।

শনিবার, ১ জুন, ২০১৩

ক্রেডিট কার্ড জালিয়াতি: ব্রিটিশসহ আটক ৩

নিউজডেস্ক : বৃটেনের নাগরিকসহ আন্তর্জাতিক ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের তিন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এরা হলেন-আব্দুর রহমান (৪০), মোশাররফ (৪৫) ও বৃটেনের নাগরিক মোহনাথ (৪২)। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চট্টগ্রাম থেকে আব্দুর রহমানকে ও ঢাকা থেকে মোশাররফকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রোববার ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হযরত শাহ জালাল (র.) বিমানবন্দর থেকে মোহনাথকে আটক করে। এসময় মোহনাথ কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনে পালিয়ে যাচ্ছিলেন। মশিউর রহমান আরো জানান, আটক ব্যক্তিরা আন্তর্জাতিক জালিয়াতি চক্রের সদস্য।